spot_img

গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের গুঞ্জনের রেশ ধরে কবে এই জুটি বিয়ে সারছেন সেটিই এখন ‘টক অফ দ্য টাউন’।

বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে সিনেমার পার্টি, সবখানেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও নিজেদের প্রেমের কথা গোপন রাখতে চান না এই তারকাযুগল।

তবে সম্প্রতি জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন তামান্না ও বিজয়।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের জন্য বাড়ি থেকে নাকি তামান্নাকে চাপ দেয়া হচ্ছে।

তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শিগগিরই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই খবর নতুন করে আলোচনায়!

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে এই তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি।

যদিও নিজেদের বিয়ের ব্যাপারে একদমই চেপে আছেন তামান্না-বিজয়। অনেক মহলে এও শোনা যাচ্ছে কোনো ওয়েডিং ডেস্টিনেশন নয় বরং সাদামাটাভাবেই বিয়ে করার পরিকল্পনা করছেন তারা।

সর্বশেষ সংবাদ

জার্মানির সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা

জার্মানির সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। এ ছাড়া চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকারের সাম্প্রতিক পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ