spot_img

এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর হাজার কোটির সম্পত্তি পাচ্ছেন সায়রা!

অবশ্যই পরুন

এ আর রাহমান ও সায়রা বানুর ২৯ বছরের সংসারে বিচ্ছেদ ঘটেছে গত সপ্তাহে। এ ঘোষণায় অবাক ভক্ত-অনুসারীরা। পরে জনপ্রিয় তারকার বিচ্ছেদ ঘিরে গিটারিস্ট মোহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

এর মধ্যেই সম্প্রতি শোনা যাচ্ছে আরেক গুঞ্জন, ভারতের তারকাদের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের বিচ্ছেদ হতে যাচ্ছে এটি। টাকার অঙ্কে সায়রা বানুর পেতে পারেন হাজার কোটি রুপি!

শোনা যাচ্ছে, নিয়ম মোতাবেক এ আর রাহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি তাঁর স্ত্রী পাবেন। আনন্দবাজারের একটি তথ্য থেকে জানা যায়, এই গায়ক ১ হাজার ৭২৮ রুপির মালিক। তাঁর সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই সম্পদ থেকেই কি অর্ধেক পেতে যাচ্ছেন সায়রা বানু?

এ নিয়ে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একাধিক গণমাধ্যমে বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এ ধরনের কোনো আইন এখনো নথিভুক্ত হয়নি। এই আইন তাই রাহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য নয়।’

জানা যায়, আদালতে এ আর রাহমান তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবেন।

এ ছাড়া তাদের ভরণপোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। বন্দনা শাহ আরও জানিয়েছেন, এ আর রাহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। তাই ভরণপোষণের প্রশ্নই ওঠে না।

সায়রা বানু ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমি অসুস্থ। সে কারণে চেন্নাই ছেড়ে মুম্বাইয়ে এসেছি। আমি সবকিছু থেকে বিরতি নিতে চেয়েছিলাম আসলে। সব ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি রাহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। তাঁর কোনো দোষ নেই। তাঁর মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ