spot_img

সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

কবি নজরুল কলেজ থেকে শুরু করে আজ সোমবার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দুঃখপ্রকাশ করে লেখেন, ‘শত চেষ্টার পরেও, বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেলো না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোন প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো।’

পোস্টে উপদেষ্টা বলেন, ‘সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ