spot_img

আগামী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন

অবশ্যই পরুন

আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সোমবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজ এর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যুনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করা সহ ১১দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা। এসব বিষয়ে সরকার নীতিগত ভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত, নিয়োগ নিয়ে চরম অভিযোগ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী ইউলিয়া স্ভিরিদেনকো। ইউক্রেনের পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগে সম্মতি দিয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ