মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

অবশ্যই পরুন

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) আজ সোমবার সকালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এই ঘটনার পর কলেজে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুপুর ১২টার দিকে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মোল্লা কলেজের শিক্ষার্থীদের দাবি, প্রায় অর্ধশত সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীকে কলেজের ভেতরে আটক রাখা হয়েছে।

জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে তারা লাঠিসোঁটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে। বেলা ১১টার দিকে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এ দুই কলেজের হাজারও শিক্ষার্থী। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর করেন তারা।

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দু’টি গ্রুপে ভাগ হয়ে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নিযুক্ত কমান্ডারকে বহিষ্কার করল রাশিয়া

যুদ্ধের অগ্রগতি সম্পর্কে মিথ্যা দাবি করায় একজন সিনিয়র কমান্ডারকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাশিয়া। রুশপন্থী সামরিক ব্লগার ও রুশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ