spot_img

জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হার পাকিস্তানের

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়ে এসে এবার জিম্বাবুয়ের কাছে হেরে গেল পাকিস্তান। আজ রোববার (২৪ নভেম্বর) বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) জিম্বাবুয়ের কাছে ৮০ রানে হেরে মোহাম্মদ রিজওয়ানের দল।

কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। ১২৫ রানে ৭ উইকেট হারালেও রিচার্ড নাগারাভার ৪৮ রান এবং এর আগে সিকান্দার রাজার ৩৯ রানের সুবাদে ২০৫ রানে অলআউট হয় স্বাগতিকরা।

সেই রান তাড়ায় নেমে ৫৮ রান তুলতে ৬ উইকেট হারায় পাকিস্তান। দলটির স্কোর যখন ২১ ওভারে ৬০, তখন নামে বৃষ্টি। এরপর আর খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ৮০ রানের জয় পায় জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৩৯ রানের পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রাজা।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ