spot_img

এবার নির্মাতার চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলি

অবশ্যই পরুন

হলিউডের সবচেয়ে সফল নারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম অ্যাঞ্জেলিনা জোলি। একইসাথে প্রযোজক, পরিচালকও তিনি। ফ্যাশন উদ্যোক্তা হিসেবেও সুখ্যাতি রয়েছে তাঁর। সম্প্রতি গ্রীক অপেরা আইকন মারিয়া ক্যালাসের বায়োপিকে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। এরই ধারাবাহিকতায় এবার ফ্রেঞ্চ নির্মাতা এলিস উইনোকোরে সিনেমা ‘স্টিচেস’-এ নির্মাতার চরিত্রে দেখা যাবে তাকে।

জোলির ‘স্টিচেস’ সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের উচ্চবর্গীয় ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়। অভিনেত্রী এ ছবিতে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন।

জোলির ‘মারিয়া’ সিনেমাটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসাও। ‘মারিয়া’-এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো, যার পটভূমি প্যারিস।

জোলির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চেঞ্জলিং, ম্যালেফিসেন্ট, সল্ট, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, দ্য বোন কালেক্টর এবং লারা ক্রফট : টুম্ব রাইডার ইত্যাদি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ