spot_img

টেস্ট শুরুর আগের দিনই ওয়েস্ট ইন্ডিজের একাদশ ঘোষণা

অবশ্যই পরুন

আজ শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে। তবে এই টেস্টকে সামনে রেখে গতকালই একাদশ ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। চোখে পড়ার মতো বিষয়, একাদশে চার পেসার এবং এক পেস বোলিং অলরাউন্ডার রেখেছে স্বাগতিকরা। অর্থাৎ, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে উইন্ডিজ পেসারদের কঠিন পরীক্ষার মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হবে খেলা। ওয়েস্ট ইন্ডিজ একাদশ দিয়ে দিলেও টাইগাররা হয়তো শেষ সময়ে একাদশ ঘোষণা করবে।

চোটের কারণে এই টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ফলে বেশ চিন্তা-ভাবনা করেই দল সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টোকে। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।

সর্বশেষ সংবাদ

আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ