spot_img

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

অবশ্যই পরুন

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এরপর এখনও ২১ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।

সম্প্রতি ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ।

সুনিধি চৌহানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটার মন্তব্য ঘরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য।

ভিডিওতে দেখা যায়, এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন সুনিধি। সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। আর সেটার কারণেই আক্রমণ করা হয়েছে গায়িকাকে।

এক ব্যক্তি লেখেন, ‘কেউ প্যান্ট কিনে দাও ওকে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ।

এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। এক ব্যক্তি লেখেন, ‘যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে।’

উল্লেখ্য, ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।

গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পাল’, ‘ভূত’, ‘খুবসুরাত’ সেগুলির অন্যতম।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ