spot_img

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে হার্দিক পান্ডিয়া

অবশ্যই পরুন

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন পান্ডিয়া।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন হার্দিক। এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তখন শীর্ষস্থান দখল করেছিলেন।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি প্রথম দুই স্থানে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানডেতে আগের মতোই বোলারদের ভেতর সবার ওপরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ব্যাটারদের মধ্যে তালিকায় শীর্ষে শাহিনেরই সতীর্থ ও সাবেক অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর আফগানিস্তানের মোহাম্মদ নবি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ