spot_img

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বরখাস্ত হন তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর জাতীয় দলের কোচিং স্টাফে এসেছে বেশ কিছু পরিবর্তন। সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।

এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের সঙ্গে দেখা যাচ্ছে দেশি কাউকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি বাড়তি দায়িত্বও সামলাতে হবে তাকে। এই সফরে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

তার জায়গায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন সালাউদ্দিন। ২০২৩ সালের মে মাসে হাই পারফরম্যান্স দলে যোগ দেন তিনি। এরপর তাকে নিয়ে আসা হয় জাতীয় দলে।

এখন আবার হেম্পকে পুরোনো দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। এজন্যই তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাননি।

এদিকে জাতীয় দলের পারফরম্যান্স এনালিস্ট মহসিন শেখও এই সিরিজে নেই। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করছেন তিনি। তার জায়গায় ভারতের অক্ষয় হিরামাতকে নিয়েছে বিসিবি।

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ