spot_img

ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন

অবশ্যই পরুন

ইউক্রেনে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে। বুধবার (২০ নভেম্বর) একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ইউক্রেন এসব মাইন তাদের নিজের ভূখণ্ডে ব্যবহার করবে। তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এতদিন ইউক্রেনকে অ্যান্টি-ট্যাংক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার এর সঙ্গে অ্যান্টি-পার্সোনেল মাইনের সংযোজনের উদ্দেশ্য রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি প্রতিহত করা।

এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো। তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনের আগ্রাসন শুরু করে রাশিয়া। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও। দিন কয়েক আগে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি তেন বাইডেন। তার এমন সিদ্ধান্তে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরও চটেছেন।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার বাফার জোন ‘দখলের’ নির্দেশ নেতানিয়াহুর

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ