spot_img

আরিয়ানের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত

অবশ্যই পরুন

নেটফ্লিক্সে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর কিং খান-পুত্রের প্রশংসা করেছেন আলিয়া অনন্যারা পাশাপাশি কঙ্গনা রানাওয়াতও।

আরিয়ানের প্রশংসা করে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের বাচ্চারা কেবল মেক-আপ, ওজন কমানো, সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না।’

কঙ্গনার কথায়, ‘আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত। আমাদের ক্যামেরার পিছনে আরও লোক দরকার। ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন। লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছি।’

এদিকে করণ জোহর লেখেন, ‘লাভ ইউ আরিয়ান, আমি তোমার জন্য খুব গর্বিত এবং তোমার অবিশ্বাস্য সিরিজটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটা রক অ্যান্ড রুল করতে যাচ্ছে।’

আরিয়ানের বোন সুহানা খানের ভাষ্য, ‘অনেক হাসি, নাটক, অ্যাকশন আর একটু ঝামেলা- বরাবরের মতোই। আরিয়ান আমি আর অপেক্ষা করতে পারছি না, খুব গর্ব হচ্ছে।’

২০২৫ সালে মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। তবে কাজের জগতে আরিয়ান নিজেকে ঢেলে দিয়েছেন আগেই। রয়েছে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড ডি’ইয়াভল এক্স। একইসঙ্গে একটি সুপার লাক্সারি অ্যালকোহল ব্র্যান্ডেও রয়েছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করলো ইসরায়েল

যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ইসরায়েল। ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছেন। তবে তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ