spot_img

আইসিসির প্রধান কৌঁসুলি চার দিনের সফরে ঢাকায় আসছেন

অবশ্যই পরুন

আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ খান। সফরের মূল উদ্দেশ্য হলো রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, তা তদন্তে অগ্রগতি সাধন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, করিম এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন দিয়ে সফর শুরু করবেন। সেখানে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের সাক্ষাৎকার নেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকায় ফিরবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আইসিসির প্রধান কৌঁসুলির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও পররাষ্ট্র উপদেষ্টা পর্তুগালে একটি জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে দেশে থাকবেন না। আইন উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

রোম সনদের অধীনে আইসিসি রাখাইন থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিতাড়নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। মিয়ানমার রোম সনদে স্বাক্ষর না করলেও বাংলাদেশ এই সনদের সদস্য হওয়ায় আইসিসি তদন্ত কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন করিম এ খান। সেখানে তিনি এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানান।

আইসিসির এই সফর রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিচারের ক্ষেত্রে নতুন দিক উন্মোচনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ