spot_img

মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন মিশরের লগিনা সালাহ

অবশ্যই পরুন

জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকোতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৭৩তম মিস ইউনিভার্স ২০২৪-এর আসর। এবারের আসরে সেরার শিরোপা পেয়েছে ডেনমার্কের ভিক্টোরিয়া। তবে মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম সেরা ৩০-এ জায়গা করে নিয়েছে মিশর। প্রতিযোগী লগিনা সালাহ ভেঙেছেন চিরাচরিত বিউটি স্ট্যান্ডার্ড। মিস ইউনিভার্সের ইতিহাসে তিনিই প্রথম প্রতিযোগী যিনি শ্বেতি নিয়ে অংশগ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের ১.৮ মিলিয়ন ফলোয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাহ লেখেন, ‘এই সফরে আমার সঙ্গী হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এমন এক পৃথিবী গড়ার দিকে এগিয়ে চলা যাক যা ঘৃণা ও বিভেদ মুক্ত।’

মিস ইউনিভার্সের মঞ্চে এই প্রথম কোনও প্রতিযোগী অংশ নিলেন যিনি শ্বেতি নামক এই অটো-ইমিউনড রোগে আক্রান্ত। নিজের অনন্য এই যাত্রাকে সসম্মানে গ্রহণ করে, আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হাঁটেন লগিনা। আসল সৌন্দর্য কীভাবে মানুষের বাহ্যিক চেহারাকে ছাপিয়ে যেতে পারে সে সম্পর্কে তিনি একটি গুরুত্বপূর্ণ স্পিচ তৈরি করেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ২১ এপ্রিল মিশরে জন্মগ্রহণ করেন লগিনা সালাহ। তিনি বড় হয়েছেন আলেকজান্দ্রিয়ায়। শ্বেতি বা ভিটিলিগো সংক্রান্ত সচেতনতা ছড়ানোর মাধ্যমেই তাঁর ‘বিউটি ওয়ার্ল্ড’-এ প্রবেশ।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ