spot_img

হৃতিকের ‘কৃশ-৪’ নিয়ে সুখবর দিলেন পরিচালক

অবশ্যই পরুন

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশনের প্রযোজনা ও পরিচালনায় ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কোয়ি মিল গ্যায়া’। সুপারহিরো-নির্ভর সায়েন্স ফিকশন ঘরানার ছবিতে অভিনয় করেছিলেন রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশন। তখন এই ছবি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি প্রশংসিতও হয়েছে। এরপর এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘কৃশ’ মুক্তি পায় ২০০৬ সালে। ছবিটিও জয় করে দর্শকের মন। ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। এরপর পার হয়ে গেছে দীর্ঘ সময়। দর্শকদের অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। এবার ‘কৃশ ৪’ নিয়ে সুখবর দিলেন পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃশ ৪’ -ই হবে তাঁর শেষে ছবি। এরপর প্রযোজকের দায়িত্বে থাকলেও, রাশেক আর পরিচালনা করবেন না।

বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাকেশ বলেছেন, তিনি আর পরিচালকের ভূমিকায় থাকবেন না। যদিও তিনি সিনেমা প্রযোজনার কাজ চালিয়ে যাবেন। রাকেশ বলেন, ‘আমি আর পরিচালনা করব বলে মনে হয় না। তবে আমি খুব শিগগির ‘কৃশ ৪’-এর ঘোষণা করব।’

বাবার পরিচালিত ছবিতে হৃতিকের অভিনয়ও ছিল দুর্দান্ত। ‘কৃশ ৪’-এও হৃতিক রোশনকে অন্যতম প্রধান ভূমিকায় দেখা যাবে। হৃতিক অভিনীত ‘কৃশ ৪’ কতটা মানুষের মন ছুঁয়ে নেয় সেটাই দেখার অপেক্ষায়।

সর্বশেষ সংবাদ

নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালক আটক

চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকালে তাকে আটক করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ