spot_img

ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাটট্রিক

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে প্র্যাকটিস ম্যাচে নিজেদের ভালোই ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দুই দিনের ম্যাচটি শেষ হয়েছে ড্রতে। বৃষ্টির কারণে বাংলাদেশ বল করেছে মাত্র ২৫ দশমিক ৪ ওভার। এর মধ্যেই হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ক্যারিবিয়রা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

যদিও এই ম্যাচের ফল তেমন কোনো ভূমিকাই রাখবে না। ফলের তুলনায় পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াই ছিল মূল লক্ষ্য। আগের দিন ব্যাটাররা সেই কাজটা ভালোই সেরেছেন। এরপর করলেন বোলাররা। প্রথমদিন ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেয়া বাংলাদেশ দ্বিতীয়দিন ২৫.৪ ওভার বল করে পেয়ে যান আরও ৮ উইকেট।

পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ১ দশমিক ৪ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান মুরাদ। এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেয়ার পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান। মুরাদের প্রথম শিকার ড্যানিয়েল বেকফোর্ড হয়েছেন এলবিডব্লু। এরপর নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম নেন একটি করে উইকেট। নাহিদ রানা ৭ ওভারে ২৮ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাইজুল উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ৪ রান।

আগামী শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, নাহিদ রানা ০/২৮, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, তাইজুল ০/৪, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ