spot_img

বিজয় দিবস ভালোভাবে উদযাপন করতে চায় সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

১৬ ডিসেম্বর বিজয় দিবস কোনো দলের নয়। তাই সরকার ভালভাবে বিজয়ের দিনটি উদযাপন করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিজয় দিবসে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ কোন বিশৃঙ্খলা করতে পারে- এমন কোনো তথ্য নেই। এদিন সার্বিক নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে বৈঠকে আলোচনা হয়েছে। বিজয় দিবস কোনো দলের নয় বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজের সরাসরি পণ্য পরিবহণ প্রশ্নে উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া এ নিয়ে অনেক কথা বলছে। বিষয়টি যাচাই করে দেখে বাংলাদেশি মিডিয়ার ভূমিকা রাখা উচিত।

সর্বশেষ সংবাদ

সংলাপ বন্ধ করে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে বললেন জোসেপ বোরেল

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ