spot_img

শতাধিক বিদেশীর মৃত্যুদণ্ড সৌদি আরবে

অবশ্যই পরুন

চলতি বছরে সৌদি আরবে এক শ’র বেশি বিদেশী নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সংখ্যাটি গত দু’বছরের তুলনায় প্রায় তিনগুণ।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১০১ জন বিদেশীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৩৪। এই বছরে সর্বশেষ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ইয়েমেনের এক নাগরিককে। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ন-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসে্‌র লিগ্যাল ডিরেক্টর তাহা আল-হাজি জানিয়েছেন, সৌদিতে এক বছরে বিদেশীদের মৃত্যুদণ্ডের সংখ্যা এটিই সর্বোচ্চ। এর আগে কোনো একটি বছরে সৌদিতে বিদেশীদের মৃত্যুদণ্ডের সংখ্যা ১০০ পার করেনি।

সৌদি আরবে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে নেয়া হয়। অবশ্য, কোনো সরকারি বিবৃতিতে এ বিষয়ে বিশেষ কিছুই উল্লেখ করে না সৌদির প্রশাসন। এএফপির প্রতিবেদন অনুসারে, চলতি বছরে পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সৌদি আরবে। এএফপির প্রতিবেদন অনুসারে, এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিশর, ফিলিপাইন, সুদানসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন তালিকায়।

সৌদি আরবে যে সংখ্যায় আসামিদের মৃত্যুদণ্ড দেয়া হয়, তা নিয়ে বার বার সমালোচনা হয়েছে বিশ্বে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে ২০২৩ সালে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে চীন এবং ইরানের পরেই তৃতীয় স্থানে ছিল সৌদি। এ বছরে এখন পর্যন্ত ২৭৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সৌদি আরবে। তার মধ্যে ১০১ জনই বিদেশী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ