spot_img

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২, আহত ১০

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গোলাগুলিতে দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন

রোববার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কির্কপ্রাট্রিক বলেন, সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে। দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল। ৪৫ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এ সময় হঠাৎ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। এতে এ ঘটনা ঘটে। গুলিতে নয় জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আসেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

গোলাগুলিতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে দুই জন নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা।

হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ওই ঘটনার ভিডিও কিংবা ছবি রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ।

সর্বশেষ সংবাদ

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’: অজয়-অক্ষয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া? সেই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ