spot_img

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

অবশ্যই পরুন

বৈরুতের রাস আল-নাব্বা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়ে চালানো এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

বাথ পার্টির লেবানন শাখার সেক্রেটারি জেনারেল আলি হিজাজি আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মোহাম্মদ আফিফ দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন। ২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময় হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

এনএনএর খবরে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি ফ্রান্স দূতাবাস এবং একটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। একটি স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, হামলার আগে সতর্কতা দেওয়া হলেও বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ঘিরে থাকা অভ্যন্তরীণ বলয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আফিফ। গত সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার পর আফিফই হিজবুল্লাহর পক্ষে বেশ কিছু সংবাদ সম্মেলন পরিচালনা করেন।

রাস আল-নাব্বা এলাকার এ হামলাকে লেবাননের গণমাধ্যম ‘মহা ধ্বংসযজ্ঞ’ বলে আখ্যায়িত করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান বিএনপি নেতা নজরুলের

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু...

এই বিভাগের অন্যান্য সংবাদ