spot_img

শ্রীলঙ্কার মতো অবস্থায় যেতে চায় না বাংলাদেশ: গভর্নর

অবশ্যই পরুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ যেভাবে আগে কঠিন সময় মোকাবিলা করেছে এবারও করবে। শেকড় থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যেমন উন্নতি দেখা যায় কিছু কিছু জায়গায় অবনতিও দেখা যায়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব বলেন গভর্নর। তিনি বলেন, শ্রীলঙ্কার মতো অবস্থায় বাংলাদেশ যেতে চায় না। দেশে যতটুকু মজুত আছে তা স্থিতিশীল অবস্থায় আছে। ব্যাংকিং খাতগুলো দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য কাজ করছে যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

গভর্নর বলেন, দেশের জনগণকে সাহায্য করতেই যত দ্রুত সম্ভব ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে সকল ব্যাংকিং খাতগুলোকে। অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্যাংকিং খাতকে পুনর্নির্মাণ করে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও সকল প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে। তাহলে অর্থনৈতিক খাতগুলো শক্তিশালী হবে, এবং দ্রুত ক্যাশলেস ব্যবস্থায় পৌঁছাবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ