spot_img

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

অবশ্যই পরুন

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই খেলছেন। কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। দিনের আলোর মতোই তা স্পষ্ট। এমনকি ফ্রান্স উয়েফা নেশনস লিগে কোচ দিদিয়ের দেশঁ ২৩ জনের দলে অধিনায়ক এমবাপ্পের নামই রাখেননি! এমবাপ্পেহীন ফ্রান্স ইসরাইলের বিরুদ্ধে। গোলশূন্য ড্র করে মাথা নিচু করে মাঠ ছেড়েছে!

এমবাপ্পেকে কেন নেয়া হয়নি দলে, তার কারণ সাংবাদিকদের এখনো স্পষ্ট করে বোঝাতে পারেননি ফ্রান্স কোচ। তিনি অবশ্য নিজের অবস্থান ভালোভাবে পরিষ্কারও করেননি। আর এই কারণেই ফরাসি কোচকে বারবারই এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ম্যাচের আগে দেশঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে এমবাপ্পে স্কোয়াডে কেন নেই। খেলার পরও ছিল এই প্রশ্ন! দেশঁ সাংবাদিকদের জানান যে এমবাপ্পে শারিরীক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। যে কারণেই তিনি নাকি ভালো খেলতে পারছেন না।

দেশঁ ব্রডকাস্টার টিএফওয়ানকে বলেন, ‘এই কথা সত্যিই যে এমবাপ্পে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তার কেরিয়ারের জন্য সুখকর নয়। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নে এমবাপ্পেকে একা থাকতে দেয়ার কথা বলেছিলেন দেশঁ। কিন্তু কেন এমন কথা বলেছিলেন তা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি। এবার যেন কিছুটা ইঙ্গিত দিলেন তিনি। দেশঁ যোগ করেন, ‘এমবাপ্পে খেলতে চেয়েছিল যদিও। আমি মনে করি, এই মুহূর্তে ওর জন্য দলে না থাকা ভালো। জীবনে প্রত্যেককেই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এখানে শারীরিক ও মানসিক বিষয়ও আছে।

গত অক্টোবরের মাঝামাঝিতে সুইডেনে এক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে বিশ্বকাপ জয়ী সুপারস্টার এমবাপ্পের। স্টকহোমের সেই ঘটনা আসলেই ঘটেছে কিনা, তার সত্যতা বিচারের জন্য তদন্ত শুরুর কথাও জানিয়েছে দেশের গণমাধ্যম। তবে ওই ঘটনায় এমবাপ্পে জড়িত নয় বলে জানিয়েছে তার প্রতিনিধিরা। এই ঘটনায় নিজের ক্লাব রিয়ালকেও পাশে পেয়েছেন এমবাপ্পে। ইসরাইলের বিরুদ্ধে না জিতলেও খুব একটা ক্ষতি হয়নি ফ্রান্সের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট চলেই এসেছে ফরাসিদের। তবে ম্যাচটা ড্র করা উচিত হয়নি বলেই মনে করেন দেশঁ।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ