spot_img

তুরস্ককে ‘অংশীদার দেশ’ হওয়ার প্রস্তাব দিলো ব্রিকস

অবশ্যই পরুন

তুরস্ককে ‘অংশীদার দেশ’ হওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বের বিকাশমান দেশগুলোর জোট ব্রিকস। পূর্ব ও পশ্চিমের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষায় তুর্কি প্রচেষ্টার মধ্যেই এই তথ্য জানালেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। খবর রয়টার্সের।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। সম্প্রতি দেশটি ব্রিকস গোষ্ঠীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এই জোটের সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইরান, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।

গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়োজিত কাজান শহরে ব্রিকস নেতাদের সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি জানান, ব্রিকসে যোগ দিতে তার দেশ আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেসরকারি সম্প্রচারমাধ্যম টিভি নেটকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী বোলাত বলেন, ব্রিকসে তুরস্কের সদস্যপদ নিয়ে বলতে গেলে তারা তুরস্ককে অংশীদার সদস্যপদের মর্যাদা দেয়ার প্রস্তাব করেছে। এটি ব্রিকসের গঠন কাঠামোয় একটি টানসেশন প্রক্রিয়া।

ব্রিকস গোষ্ঠীকে সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ হিসেবে দেখে আঙ্কারা। এরদোয়ানের দাবি, এটি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ও ন্যাটো সদস্যপদের বিকল্প নয়। তুর্কি কর্মকর্তারা বারবার বলেছেন, ব্রিকসের সম্ভাব্য সদস্যপদ তুরস্কের পশ্চিমা সামরিক জোটের দায়িত্বে কোনো প্রভাব ফেলবে না।

তবে আঙ্কারা ব্রিকসের প্রস্তাবটি গ্রহণ করেছে কিনা, সে সম্পর্কে কিছু বলেননি দেশটির বাণিজ্যমন্ত্রী বোলাত। যদিও এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, কাজানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও অংশীদার দেশের তকমা তুরস্কের সদস্যপদের দাবির চেয়ে কম।

সর্বশেষ সংবাদ

বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার

এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ