spot_img

ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে নিয়োগ দিচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে ট্রাম্প প্রশাসনে তিনিই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। হেগসেথ রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একজন উপস্থাপক। অবশ্য মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ৪৪ বছর বয়সী হেগসেথকে দেশের প্রতিরক্ষামন্ত্রীর পদে বেছে নেয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, পেট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

ট্রাম্পের এই ঘোষণার ব্যাপারে এখনো হেগসেথের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) হিসেবে দায়িত্ব সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমকে নিয়োগ দেয়ার কথা জানান ট্রাম্প। ক্রিস্টি নোয়েম ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হতে পারেন বলে নির্বাচনের আগে আলোচনা ছিল। ২০২২ সালের নির্বাচনে বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন ক্রিস্টি। করোনা মহামারির সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশটির জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে অভিবাসন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো দেখভাল করে। এ ছাড়া সিক্রেট সার্ভিসও এই বিভাগের অধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ