spot_img

নাহিদ-আসিফদের ভয় দেখিয়ে লাভ নেই: সারজিস

অবশ্যই পরুন

জুলাই বিপ্লবের অনন্য অধ্যায় চিহ্নিত করেছিলো নাহিদ, আসিফ ও তার সঙ্গীরা। সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে ‘বাটপাড়’ বলে স্লোগান দেয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল৷ ডিজিএফআই, ডিবি’র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি৷ হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিলো- উই আর ওপেন টু বি কিলড।’

‘মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই৷ শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি’- যোগ করেন সারজিস।

সারজিস লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি৷ সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই৷ ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি৷ যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে৷’

সবশেষে তিনি লেখেন, ‘কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না ৷ এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি৷ হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে৷ সাবধান!’

সর্বশেষ সংবাদ

জয় শাহ ও ভারতকে নিয়ে সতর্কবার্তা দিলেন আইসিসির বিদায়ী চেয়ারম্যান

দীর্ঘ চার বছর দায়িত্ব পালন করার পর আইসিসি থেকে বিদায় নিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ