যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং চীন সমালোচক মাইক ওয়াল্টজকে মনোনীত করেছেন। সেনেট অনুমোদন ছাড়াই ক্ষমতাশালী এই পদে দায়িত্ব পালন করবেন ওয়াল্টজ। তিনি ট্রাম্পকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবেন।
ওয়াল্টজ একজন প্রাক্তন ন্যাশনাল গার্ড কর্নেল এবং মার্কিন রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। এর আগে তিনি প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড এবং রবার্ট গেটসের প্রতিরক্ষা নীতি পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে তিনি কংগ্রেসে নির্বাচিত হন এবং বর্তমানে হাউজ আর্মড সার্ভিসেস উপকমিটি এবং গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওয়াল্টজ চীনের কার্যক্রমের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের আরও প্রস্তুতি প্রয়োজন। তার লেখা বই “হার্ড ট্রুথস: থিঙ্ক অ্যান্ড লিড লাইক আ গ্রিন বেরেট”-এ চীনের সঙ্গে সংঘাত ঠেকানোর পাঁচ-দফা কৌশল তুলে ধরেছেন। তিনি তাইওয়ানকে সশস্ত্র করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
ইউক্রেইন ইস্যুতে ওয়াল্টজ তার অবস্থান পুনর্বিবেচনা করেছেন। ২০২২ সালে তিনি কিইভকে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানালেও সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের লক্ষ্য পুনর্মূল্যায়নের পক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হামাস এবং ইউক্রেইন-রাশিয়া সংঘাত বন্ধে ওয়াল্টজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।