spot_img

ট্রাম্পের প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যে ট্রাম্পের প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। এবার সে তালিকায় যুক্ত হলেন ইলন মাস্ক। বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ইলন মাস্ক ও ফক্স নিউজের পিট হেগসেথকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, বিখ্যাত ব্যবসায়ী ইলন মাস্ককে নতুন “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। তার সঙ্গে এই বিভাগে সহ-নেতৃত্বে থাকবেন রিপাবলিকান বিবেক রামাস্বামী। এই বিভাগ সরকারের বাইরে থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে, সরকারি ব্যয় কমানো এবং আমলাতান্ত্রিক বাধা কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

এ ছাড়া ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের সঞ্চালক ও যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনা পিট হেগসেথকে এবং জাতীয় গোয়েন্দা পরিচালনা বিভাগের প্রধান হিসেবে জন র‍্যাটক্লিফকে মনোনীত করেছেন।

নির্বাচনের এক সপ্তাহ পর, রিপাবলিকান পার্টি ইতিমধ্যে সিনেটের নিয়ন্ত্রণ লাভ করেছে এবং তারা ধীরে ধীরে হাউসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ