spot_img

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন নাগরিকদের ওপর হামলার জবাবে সিরিয়ার দুটি স্থানে ৯টি লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলার সক্ষমতা কমিয়ে আনার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। এসব হামলা সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) নিশ্চিহ্ন করার অভিযানে নিযুক্ত মার্কিন ও যৌথ বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক হবে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাঝেমধ্যেই সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে একই ধরনের হামলায় ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল।

বর্তমানে সিরিয়ায় ৯০০ এবং ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তারা মূলত আইএসের পুনরুত্থান ঠেকাতে এবং স্থানীয় সামরিক বাহিনীকে সহায়তা করতে মোতায়েন রয়েছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল, ট্রাম্পের সতর্কবার্তা

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলআবিব। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ