spot_img

মিঠুন চক্রবর্তীকে জীবননাশের হুমকি

অবশ্যই পরুন

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় পাকিস্তানের শাহজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের পক্ষ থেকে তাকে এ হুমকি দেয়া হয় বলে জানা গেছে। ভিডিও বার্তায় অভিযোগ করা হয়েছে, মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক ভাষণে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তাই তাকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে হত্যা করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে বক্তৃতা দেন মিঠুন চক্রবর্তী। বক্তৃতায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন কথা বলেছেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতার উপস্থিতিতেই তিনি ওই বক্তব্য দেন।

ইতোমধ্যে বক্তব্যকে সামনে এনে তৃণমূলের দুই সমর্থক কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছেন। তারা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন।

তবে বিজেপির দাবি, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর গত মে মাসে লোকসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের ভরতপুরে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তৃতা দিয়েছিলেন। মিঠুন চক্রবর্তী গত ২৭ অক্টোবর সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

মিঠুন চক্রবর্তী বলিউড তারকার পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও তিনি বেশ পরিচিত। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেয়ার আগে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় বিজেপির নেতা জনপ্রিয় এই অভিনেতা।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াই করেও হেরে যায় অজি কন্যাদের কাছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ