spot_img

ইসরাইলকে জাতিসঙ্ঘ থেকে বের করে দেয়ার সময় এসেছে : ইরান

অবশ্যই পরুন

ইরান বলেছে, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননে আগ্রাসন চালানোর প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এসে গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার ওআইসি ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন আইন ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। ওআইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার উপায়ে নিয়ে আলোচনা করতে রিয়াদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গরিবাবাদি বলেন, ইসরাইল যে কেবল জাতিসঙ্ঘের আইনগুলো লঙ্ঘন করেছে তাই নয়; সেইসঙ্গে এই সরকার জাতিসঙ্ঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং জাতিসঙ্ঘের ফিলিস্তিনবিষয়ক ত্রাণ সংস্থা ইউএনডব্লিউএ-এর কার্যক্রম নিষিদ্ধ করেছে। কাজেই এরকম একটি অবৈধ সরকারকে জাতিসঙ্ঘের সদস্যপদ দিয়ে রাখার আর কোনো যৌক্তিকতা নেই।

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল এখন পর্যন্ত গাজায় জাতিসঙ্ঘের শত শত কর্মীকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ অমান্য করেছে। তিনি গাজা উপত্যকা ও লেবাননের চলমান পরিস্থিতিকে বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন।

গরিবাবাদি বলেন, গাজা ও লেবানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যা চালাতে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ ইসরাইলকে সব রকম সহযোগিতা করে যাচ্ছে। কাজেই পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কোনো কথা বলার সব রকম যোগ্যতা হারিয়েছে।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০...

এই বিভাগের অন্যান্য সংবাদ