spot_img

মেক্সিকোর পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

অবশ্যই পরুন

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কোয়েরতারোর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কুয়েরতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা বলেন, হামলাকারীরা শহরের ঐতিহাসিক জেলার লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বন্দুকে সজ্জিত অন্তত চারজন লোক একটি পিকআপ ট্রাকে চড়ে পানশালায় আসে। এ ঘটনা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরো অন্তত সাতজন আহত হয়েছে।’

ফেরুস্কা বলেন, সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ