spot_img

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন হানিয়া আমির

অবশ্যই পরুন

বাংলাদেশেও বেশ জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী হানিয়া আমির। তিনি চলচ্চিত্র ও বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীদের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন হানিয়া। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

জিও নিউজ থেকে জানা যায়, হানিয়া কানাডার টরন্টোতে অবস্থানরত হানিয়া একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ভক্তরা তাকে পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে নিয়ে জানতে চায়। জবাবে হানিয়া বলেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ একজন মেয়ে। যখনই বিয়ে করব, তা সবাইকে জানাবো ধুমধাম করে।

বিশ্বজুড়ে ভক্ত আছে হানিয়ার। ভক্তদের সঙ্গে দূরত্বের বিষয়টি কীভাবে দেখেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, কোনো বাধাই আপনাকে আটকাবে না। আর আমিও আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না। যে কারণে প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টা আনন্দ পান বলে জানান হায়িয়া।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ