spot_img

এনবিআরের মতিউরের ব্যাংক হিসাব জব্দই থাকবে: আপিল বিভাগ

অবশ্যই পরুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসাবগুলো জব্দই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। আলোচিত ছাগলকাণ্ডে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের আরও ১১৬টি ব্যাংক হিসাব, ২৩৬৭ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেন আদালত।

চলতি বছরের ১১ জুলাই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

জব্দের আদেশ দেওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সাভার, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও নাটোরের বিভিন্ন জায়গায় থাকা ২ হাজার ৩৬৭ শতক বা ২৩.৬৭ একর জমি এবং রাজধানীর মিরপুরে থাকা ৪টি ফ্ল্যাট।

এ ছাড়াও ফ্রিজ করা অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ১১৬টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং শেয়ারবাজারে থাকা ২৩টি বিও অ্যাকাউন্ট।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ