জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসাবগুলো জব্দই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। আলোচিত ছাগলকাণ্ডে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের আরও ১১৬টি ব্যাংক হিসাব, ২৩৬৭ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ১১ জুলাই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
জব্দের আদেশ দেওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সাভার, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও নাটোরের বিভিন্ন জায়গায় থাকা ২ হাজার ৩৬৭ শতক বা ২৩.৬৭ একর জমি এবং রাজধানীর মিরপুরে থাকা ৪টি ফ্ল্যাট।
এ ছাড়াও ফ্রিজ করা অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ১১৬টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং শেয়ারবাজারে থাকা ২৩টি বিও অ্যাকাউন্ট।