spot_img

চেলসি-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউ

অবশ্যই পরুন

সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর প্রথম গোলের দেখা পেয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচের জয়খরা কাটানোরও স্বপ্ন দেখছিল তারা। কিন্তু হতাশায় ডুবলো তারা। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও হার এড়ালো চেলসি।

আগের ম্যাচে উয়েফা কনফারেন্স লিগে ৮-০ গোলে নোয়াহ এফসিকে উড়িয়ে দিয়েছিল চেলসি। রবিবার লিগে ফিরে তারা স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করলো আর্সেনালের সঙ্গে। লিগে আগের ম্যাচে ম্যানইউর সঙ্গেও একই ফল দেখেছিল ব্লুরা। আর লিগে এনিয়ে টানা চার ম্যাচ জয়বঞ্চিত হলো আর্সেনাল।

লিগে নিউক্যাসেল ও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে আগের দুই ম্যাচে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। চেলসির মাঠে ৬০তম মিনিটে জাল কাঁপিয়ে তারা জয়ের স্বপ্ন দেখতে থাকে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের বাড়ানো বলে নিখুঁতভাবে জালে বল ঠেলে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

চেলসি ১০ মিনিট পর সমতা ফেরায়। বদলি নামা এনজো ফের্নান্দেজ বল বাড়ান বক্সের বাইরে থাকা পেদ্রো নেতোর দিকে। পর্তুগিজ ফরোয়ার্ড এক পাশে সরে গিয়ে নিচু শটে ডেভিড রায়ার বাঁ পাশ দিয়ে জালে বল জড়ান।

এই ফল লিগ টেবিলে চেলসিকে তিনে ও আর্সেনালকে চারে তুলেছে। দুই দলেরই পয়েন্ট ১৯। ১১ ম্যাচ শেষে এখনও তারা শীর্ষ দল লিভারপুলের (২৮) চেয়ে ৯ পয়েন্ট পেছনে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ