spot_img

রাশিয়া ও উ. কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইনে পরিণত

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছেন। এ খবর এমন এক সময়ে এলো, যখন পিয়ংইয়ং ইউক্রেনের যুদ্ধে অংশ নিতে প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে বলে জানা গেছে। খবর এএফপির।

চুক্তিটি গত জুন মাসে উত্তর কোরিয়ায় পুতিনের সফরের সময় স্বাক্ষরিত হলেও কার্যকরের জন্য রুশ পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন ছিল।

ক্রেমলিন শনিবার সন্ধ্যায় তাদের ওয়েবসাইটে চুক্তি অনুমোদনকারী স্বাক্ষরিত আইনটি প্রকাশ করেছে।

চুক্তির আওতায় রাশিয়া ও উত্তর কোরিয়া পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করবে এবং একে অপরের ওপর আক্রমণ হলে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদান করবে। এছাড়া, তারা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা এবং জাতিসংঘে তাদের অবস্থান সমন্বয়ের অঙ্গীকার করেছে। পুতিন চুক্তিটিকে “যুগান্তকারী দলিল” হিসেবে অভিহিত করেছেন।

চুক্তিটিতে দুই দেশের যেকোনো একটিতে আক্রমণ হলে ‘কোনো বিলম্ব ছাড়া’ একে অপরকে সামরিক সহায়তা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করার পাশাপাশি জাতিসংঘে অবস্থান সমন্বয় করার কথা বলা হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর দাবি অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে। গত মাসে এ বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন কোনো প্রত্যাখ্যান না করে বিষয়টি এড়িয়ে যান এবং ইউক্রেনে পশ্চিমা সমর্থনের সমালোচনা করেন।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান বিএনপি নেতা নজরুলের

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু...

এই বিভাগের অন্যান্য সংবাদ