spot_img

পুতিনকে ফোন ট্রাম্পের, ইউক্রেনে যুদ্ধ থামানোর আবেদন ট্রাম্পের

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের নম্বর ঘুরিয়েছিলেন ট্রাম্প। তখনও আমেরিকার নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দু’রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। সূত্রের খবর, তাদের কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ।

রিপোর্টে দাবি, পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন ট্রাম্প। মনে করিয়ে দিয়েছেন আমেরিকার ‘শক্তি’র কথাও। ইউরোপে আমেরিকার সেনাবাহিনী যে মজুত রয়েছে, তাদের ক্ষমতার কথা ফোনে পুতিনকে স্মরণ করিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা এএফপি। কিন্তু তারা কোনো মন্তব্য করতে চাননি।

ইউক্রেন যুদ্ধ এবং এ-সংক্রান্ত জটিলতা নিয়ে পুতিনের সাথে কথা বলেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন বলে খবর।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দ্রুত সমাধানে আগ্রহী ট্রাম্প, নির্বাচনের আগেই তা জানা গিয়েছিল। অনেকেই মনে করছেন, জো বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প কোটি কোটি ডলার দিয়ে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করবেন না। বরং তিনি যুদ্ধ থামাতে বেশি আগ্রহী। তিনি ক্ষমতায় আসার পর গত তিন বছরব্যাপী এই যুদ্ধ বন্ধ হতে পারে বলেও অনেকে আশা প্রকাশ করছেন। এর মধ্যে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। সূত্রের খবর, আমেরিকার ধনকুবের ইলন মাস্কও সেই ফোনে যোগ দিয়েছিলেন। জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করবেন এবং সহযোগিতা বজায় রাখবেন বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। রোববার ফলপ্রকাশ সম্পূর্ণ হয়েছে। সাতটি সুইং স্টেটই ডেমোক্র্যাটদের হাত থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য আনুষ্ঠানিক অভিষেক হবে ট্রাম্পের।

বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সরকার অবশ্য জানিয়েছে, ২০ তারিখের আগে ইউক্রেনে যথাসম্ভব সহায়তা পাঠিয়ে দেবে হোয়াইট হাউস। তার পর পূর্ব ইউরোপের এই সমস্যা নিয়ে ট্রাম্প সরকার কোন পথে এগোবে, তার একটি ইঙ্গিত মিলল পুতিনের সাথে তার যোগাযোগে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৩০৫ স্কোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ