spot_img

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা

অবশ্যই পরুন

নারী শ্রমিকরা ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের ফলে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। গেলবার অক্টোবরে রপ্তানি ছিল ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ বছর অক্টোবরে হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শ্রমিকদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছে। এই সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। সেটাকে আইনী বৈধতা দিতে একটি অধ্যাদেশ করা হচ্ছে। শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী প্রথা বিলুপ্ত করার জন্য সংস্কার কমিশন গঠন হয়েছে। আর যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে কাজ করছে সংস্কার কমিশনগুলো।

সর্বশেষ সংবাদ

দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ