spot_img

তিন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন প্রভাস, ‘সালার ২’ দিয়ে শুরু

অবশ্যই পরুন

দক্ষিণী সুপারস্টার প্রভাসকে সর্বশেষ ‘কল্কি’ সিনেমায় দেখা গেছে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি। এবার তিনটি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’ তিন সিনেমার ঘোষণা দিয়েছেন

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজনা সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। সিনেমাগুলো তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলো সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভাল সিনেমা পৌঁছে দেবে।

প্রথম সিনেমার মতোই ‘সালার ২’ পরিচালনা করবেন প্রশান্ত নীল। যা মুক্তি পাবে ২০২৬ সালে। অন্য দুটি সিনেমা যথাক্রমে ২০২৭ এবং ২০২৮ সালে মুক্তি পাবে। তবে অন্য দুই ছবি সম্পর্কে নির্মাতা বা প্রযোজনা সংস্থা এখনই কোনও তথ্য প্রকাশ করেননি।

জানা যায়, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘সালার ২’-এর প্রায় ২০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ছবির পরবর্তী শিডিউলের জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ