spot_img

বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে ফেরার পথে তিনজন নিহত

অবশ্যই পরুন

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঢাকার হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বন্ধুকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, নাসির (২৩), মোসলেম (৩০) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার আনজি গ্রামে বলে জানা গেছে।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে টাঙ্গাইলের মধুপুরে ফিরছিল তিন বন্ধু। পথিমধ্যে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে নাসির নামের একজন ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম ও জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, প্রাইভেটকার চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায়, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছেন।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ