spot_img

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

অবশ্যই পরুন

টানা দুই ম্যাচ হারের পর আবার জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারন হ্যাটট্রিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা।

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সাথে রিয়ালের হয়ে আরও একটি গোল করেন জুড বেলিংহাম। প্রথমার্ধের ৩৪ মিনিটে ভিনির গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। এটি মৌসুমে তার প্রথম গোল। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৬১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি।

চার গোলে এগিয়ে যাওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রিয়ালের কাছে। ঊরুতে চোট থাকায় গত ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নামেননি এমবাপ্পে। রিয়ালের হয়ে শনিবার শুরু থেকে নামেননি তিনি। তবে পরের দিকে নেমে খেললেও গোল পাননি ফরাসি এ তারকা।

শেষের দিকে ৪-০ তে লিড নেওয়ার পর ভিনি আর বেলিংহামকে তুলে নেওয়া হয়। তবে ঘরের মাঠে রিয়াল যে সুযোগ পেয়েছে, তার অধিকাংশ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত।

ওসাসুনার বিপক্ষে প্রায় ৭০ ভাগ বলের দখল ছিল রিয়ালের পায়ে। তারা প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর ৮টি শট নিয়েছিল।

উল্লেখ্য, এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে কার্লো আনচেলত্তির দল। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ