spot_img

মুম্বাইয়ে শুটিং সেটে আহত শাকিব খান

অবশ্যই পরুন

আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং চলাকালে তিনি আহত হন বলে জানা গেছে। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

নির্মাতা বলেন, বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে। আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’

‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ