spot_img

মুম্বাইয়ে শুটিং সেটে আহত শাকিব খান

অবশ্যই পরুন

আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং চলাকালে তিনি আহত হন বলে জানা গেছে। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

নির্মাতা বলেন, বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে। আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’

‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। ফলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ