spot_img

নেতানিয়াহুর প্রতি আস্থা হারিয়েছেন ৫৮ শতাংশ ইসরায়েলি

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আস্থা হারিয়েছেন প্রায় ৫৮ শতাংশ ইসরায়েলি। সম্প্রতি একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের মিডিয়ায় প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই সংকটের সৃষ্টি হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে। ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধ মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরায়েল কাটজ এই পদে সঠিক ব্যক্তি নন।

সম্প্রতি নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। কারণ হিসেবে তিনি জানান, তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্ট গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ