spot_img

ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান

অবশ্যই পরুন

বিপ্লবী সরকার গঠন না করে ভুল হয়েছে মন্তব্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সেই ভুল এখনই সংশোধন করে ড. ইউনূসের রাষ্ট্রপতি ও সরকার প্রধানের দায়িত্ব নেওয়া উচিত।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত সংবিধান অনুলিখন না সংশোধন বিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন৷

এ সময় সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ঈমান ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাস্তবতা উপলব্ধি করে বর্তমানে রাজনৈতিক দলগুলোকে এই সংবিধান থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান মাহমুদুর রহমান।

এর আগে ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি’ শীর্ষক আলোচনা সভায় মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন মাহমুদুর রহমান। এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল না মানলে বিল্পবী সরকার গঠনের কথাও বলেন তিনি।

সেদিন তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সায়েস্তা করতে না পারলে নির্বাচন দিয়ে চলে যান। এই সরকার ছাত্র জনতার রক্তের সরকার। কোনো রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। কাউকে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আলোচনা শোনেন, কিন্তু ডিসিশন হবে ইউনূস সরকারের।’

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ