spot_img

ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরবে না: তারেক রহমান

অবশ্যই পরুন

ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না — এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ নভেম্বর) দলটির র‍্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশবিরোধী একটি চক্র এখনও সক্রিয়। সরকারকে তারা ব্যর্থ করতে চায়। তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির র‍্যালি কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়। এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ