spot_img

বোমা বিস্ফোরণে পাকিস্তানে দুই স্কুল শিক্ষার্থীসহ ৪ সৈন্য নিহত

অবশ্যই পরুন

উত্তর-পশ্চিম পাকিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণর ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সময় নিরাপত্তা বাহিনীকে বহনকারী একটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ সময়, গাড়িতে থাকা ৪ জন সেনা নিহত হয়েছেন। এছাড়াও, দুই জন স্কুলগামী শিক্ষার্থীও নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজির‍া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা দিলওয়ার খান।

কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠী, যারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত, তারা এই হামলার নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের এই গোষ্ঠীটি এই অঞ্চলে তাদের হামলা জোরদার করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার, পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বোমা বিস্ফোরণে চার কর্মকর্তার ‘শহীদ’ হবার বিষয়টি জানিয়েছে। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীও ওই আক্রমণের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা করেছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৈন্যদের নিহত হওয়ার ঘটনায় ‘শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে’।

সর্বশেষ সংবাদ

লাস্যময়ী রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন প্রোফাইল...

এই বিভাগের অন্যান্য সংবাদ