spot_img

আবারও এমবাপ্পেকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ফ্রান্স

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই ফর্মহীনতায় ভুগছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মাসে ইনজুরির কারণে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তাই দেশের হয়ে খেলতে পারেননি ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু সেবার আন্তর্জাতিক বিরতির চার দিন পরই রিয়ালের জার্সিতে মাঠে দেখা যায় তাকে। এবার নিজ থেকেই ফ্রান্সের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে কোচ দেশম আপাতত বন্ধই রাখলেন দরজা। নেশন্স লিগে তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে ফ্রান্সের দল।

সংবাদ সম্মেলনে দেশম বলেন, আমি তার সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি কেবল এই দুটো ম্যাচের জন্য নিয়েছি। কিলিয়ান দলে ফিরতে চেয়েছিল। সব বিষয়ে একমত না-ও হতে পারি আমরা। খেলোয়াড়দের সঙ্গে এসব আলোচনা আমি করতেই পারি। আমি তাদের মতামত শুনি। আমি সবসময় এমন আলোচনা দ্বারা অনুপ্রাণিত, হোক সেটা ব্যক্তিগত কিংবা দলগতভাবে।

সময়টা এমনিতে ভালো যাচ্ছে না এমবাপ্পের। শেষ পাঁচ ম্যাচে রিয়ালের হয়ে কেবল একবার জালের দেখা পেয়েছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে আটবার অফসাইডের ফাঁদে পড়েছেন এই ফরোয়ার্ড। কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচেও নিজের ছায়া হয়েছিলেন।

চলতি মাসে নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর ইতালির মুখোমুখি হবে দেশমের শিষ্যরা, ম্যাচটি হবে মিলানে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

নেশন্স লিগের দুই ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াড:

গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান ও সাম্বা।
ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা ও উপামেকানো।
মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও ও জাইরি এমেরি।
ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস ও থুরাম।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ