spot_img

দীর্ঘদিন পর আবারও ২০ বিলিয়ন ডলারে উঠেছে রিজার্ভ

অবশ্যই পরুন

দীর্ঘদিন পর আবারও বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিপিএম-৬ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ এখন ২০ বিলিয়ন ডলারের ওপরে। আর গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছিল রিজার্ভের পরিমাণ। বিশেষ করে শেখ হাসিনা সরকারের শেষ সময়ে দ্রুত পতন হয় রিজার্ভের। ডলার সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করায় কমে যায় রিজার্ভ।

তবে পট পরিবর্তনের পর গভর্নর হিসেবে দায়িত্ব নেন ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই রিজার্ভের পতন থামাতে ডলার বিক্রি বন্ধ করে দেন তিনি। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার সচল করা হয়। এরপরই বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়তে থাকে।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হচ্ছে না। যে কারণে ধীরে ধীরে রিজার্ভ বাড়ছে। প্রবাসী আয় বৃদ্ধিতেও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ