spot_img

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

অবশ্যই পরুন

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মুজিববর্ষের নামে ভস্কর্য-ম্যুরাল বানিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একদিকে আমরা আইএমএফের কাছে হাত পাতছি, আবার দেখা যাচ্ছে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি— কিছু ম্যুরাল বানিয়ে, কিছু ভাস্কর্য বানিয়ে।’

তিনি বলেন, ‘মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি। শুধু সরকারি কোষাগার নয়, বেসরকারি খাত থেকেও টাকা নেওয়া হয়েছে। কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, সেটা খতিয়ে দেখা হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মুজিব কর্নার বানাতে বাধ্য করা হয়েছে।’

নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘তিন মাসে এই সরকার যথেষ্ট সফলতা দেখিয়েছে। সফলতার সঙ্গে কাজ করেছে। আগে সংস্কার হবে, সংস্কার শেষ হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, ‘আমরা মিডিয়ার শতভাগ স্বাধীনতায় বিশ্বাসী। গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল। অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে। অনেক গণমাধ্যমে অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে। গণামধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারাবদ্ধ বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘ব্যাংকগুলো আগের অবস্থা থেকে বর্তমানে অনেক ভালো। মূল্যস্ফীতি কমে আসবে। বন্যার কারণে পণ্যের দাম বেড়েছে।’

শফিকুল আলম এ সময় আরও বলেন, ‘আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সিকিউরিটি আইন বাতিল করে দ্রুত নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।’

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ