spot_img

চীন সফরে গেলেন বিএনপি প্রতিনিধি দল

অবশ্যই পরুন

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে রওনা করেছে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দলটি দুপুর ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মাধ্যমে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

প্রতিনিধিদলের অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপির প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও জানান, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ।

আসাদুজ্জামান রিপন ফেসবুক পোস্টে লেখেন, দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

প্রতিনিধি দলে আছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ